হোম > জাতীয়

অপরিকল্পিত শিল্পায়নের ফল: শুধু ঢাকাতেই খরচ হয় ৪৬% বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অপরিকল্পিত ও কেন্দ্রীভূত শিল্পায়নের মূল্য দিচ্ছে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শুধু ঢাকা শহরেই উৎপাদিত বিদ্যুতের ৪৬ শতাংশ ব্যবহার হয়। আর এ কারণে বিদ্যুতের সরবরাহ খরচ বাড়ছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য মতে, শিল্পকারখানা ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে দুই-তিন শ কিলোমিটার দূরের বিদ্যুৎকেন্দ্র থেকে এখানে বিদ্যুৎ টেনে আনতে হচ্ছে। এতে খরচ বাড়ছে। তাঁর মতে, বিদ্যুতের ব্যবহার সুষম করতে হলে দেশের অন্য বড় শহরগুলোতে নির্দিষ্ট স্থানে দ্রুত শিল্পায়ন করা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে শিল্প-কারখানা স্থাপিত হলে বিদ্যুতের অপচয়ও কমে আসবে।

আজ শনিবার এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার–এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। প্রবন্ধে প্রাথমিক জ্বালানির সহজলভ্যতা, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, জমির প্রাপ্যতা, গ্রিডের বাইরের এলাকায় বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়।

এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহই টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিল্পের প্রবৃদ্ধি বাড়ানোর জন্যই বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে গ্যাস বা বিদ্যুৎ আমদানিতে খরচ কীভাবে কমিয়ে আনা যায় সেদিকে নজর দেওয়া হবে।

সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান।

জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, ‘আমাদের ৫৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গ্যাস দিয়ে। যেকোনো সময় গ্যাসের উৎপাদনে সমস্যা হতে পারে। এমনকি এলএনজির জাহাজ ঝড়ের কারণে কিংবা অন্য কোনো কারণে মাঝপথে যদি আটকে যায়, তখন কী হবে? এসব বিষয় মাথায় রেখে আমাদের জ্বালানি মিশ্রণের পরিকল্পনা সাজাতে হবে।’

দেশের সর্বত্র বিদ্যুতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পে ক্যাপটিভের ব্যবহারের কারণ খুঁজে সমাধান করার পরামর্শ দেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি আবুল কাশেম খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক খন্দকার সালেক সুফী।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার