হোম > জাতীয়

অর্থনীতিতে চাপ বাড়লেও বাংলাদেশের বড় বিপদের ঝুঁকি কম

রিজার্ভ কমে যাওয়ার বিপরীতে আমদানি ব্যয় বৃদ্ধি, আবার একই সঙ্গে রেমিট্যান্সের প্রবাহ কমায় চাপে পড়েছে দেশের অর্থনীতি। তারপরও সরকার কিছু পদক্ষেপ নেওয়ায় বড় কোনো বিপদে পড়বে না বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বন্ড ক্রেডিট রেটিং কোম্পানি ‘মুডিস ইনভেস্টরস সার্ভিস’ দেশের অর্থনীতি নিয়ে এমন অভয় দিয়েছে। মুডিসের সিঙ্গাপুর কার্যালয়ের সার্বভৌম বন্ড বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এর কারণে বৈদেশিক ঋণ পরিশোধ করতে না পেরে দেশটির দেউলিয়া হওয়ার ঝুঁকি কম।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ জুলাই পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে ১৩ শতাংশ কমে ৩ হাজার ৯৬৭ কোটি ডলারে নেমে এসেছে। এক বছর আগে তা ছিল ৪ হাজার ৫৫১ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত দ্রুত কমে যাওয়া দেশের অর্থনীতি চাপে পড়ার ইঙ্গিত দেয়।

দেশের অর্থনীতির আকার প্রায় ৪১ হাজার ৬০০ কোটি ডলার। ইউক্রেন যুদ্ধ শুরুর আগপর্যন্ত এটা ছিল বিশ্বের অন্যতম দ্রুত বাড়ন্ত অর্থনীতিগুলোর একটি। যুদ্ধ শুরুর পর উন্নত বিশ্বের মতো দেশেও জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা ধরনের সংকট বাড়তে থাকে। এ অবস্থায় সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। এসব পদক্ষেপের মধ্যে আমদানিতে কড়াকড়ি, এলাকাভিত্তিক লোডশেডিং অন্যতম। তবে এতে করে চলমান সংকটের প্রকৃত সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই প্রেক্ষাপটে গত রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানও সম্প্রতি সংস্থাটির কাছে ঋণ চেয়েছে। বাড়ন্ত অর্থনৈতিক চাপ ও জলবায়ু সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ঋণ চাওয়া হয়েছে বলে গত বুধবার মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ