হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, রোগী অর্ধলক্ষ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসে বৃষ্টি না হলেও উন্নতি নেই ডেঙ্গু পরিস্থিতির। উল্টো দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নতুন করে আরও ৮ জনের প্রাণ ঝরেছে এডিস মশাবাহিত এ ভাইরাসে। আক্রান্তের সংখ্যা বেড়ে অর্ধলক্ষ ছুঁই ছুঁই।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সেটি বেড়ে ৮ জনে উঠেছে। এই নিয়ে এ বছর মৃতের সংখ্যা ২১৩ জনে দাঁড়াল। যা দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।

মূলত দেশে প্রতিবছরই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নিতেও দেখা যায়। তবে প্রাণহানি থামানো যায়নি কখনো। ২০১৮ সাল পর্যন্ত সেটি শতকের নিচে থাকলেও পরের বছর সেটি অতীতের সব রেকর্ড ভেঙে ১৭৯ জনে ওঠে।

অতিমারী করোনা সামাল দিতে গিয়ে ২০২০ সালে এডিস মশাবাহিত এ ভাইরাসের প্রতি তেমন গুরুত্ব ছিল না। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে আবারও সামনে আসে ভাইরাসটি। ২০২১ সালে ১০৫ জনের প্রাণ কাড়ে ডেঙ্গু। এ বছর অতীতের সব ইতিহাস ভেঙে ২০০ ছাড়াল।

অন্যদিকে ২০১৯ সালের রেকর্ড লাখের বেশি আক্রান্তের পর চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধলক্ষ ছুঁতে চলেছে। গত একদিনে হাসপাতালে ভর্তি ৬৯২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে। 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দুই হাজার ৮৫১ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৬৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২১৩ জন।

চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় ডেঙ্গুর প্রকোপ। জুনে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৯ জন, আগস্টে ১১ জন, সেপ্টেম্বরে ৩৪ জন এবং অক্টোবরে মারা যায় ৮৬ জন। আর চলতি মাসের ১২ দিনেই ঝরেছে ৭২ জনের প্রাণ।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’