ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় বিভিন্ন ঘাঁটিতে দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠনের পাশাপাশি সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের জন্য হেলিকপ্টার প্রস্তুত রেখেছে বাংলাদেশ বিমানবাহিনী। যেকোনো মানবিক সহায়তায় তাঁরা উপকূলীয় এলাকায় দ্রুত এগিয়ে যেতে প্রস্তুত রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এদিকে, গত রাত থেকেই দেশের উপকূলীয় জেলাগুলোতে পানি ঢুকে পড়েছে। বসতবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পূর্ণিমা ও চন্দ্র গ্রহণের কারণে এমনিতেই নদী ও সমুদ্রের পানি জোয়ারের সময় ২ ফিট উচ্চতা দিয়ে বইছে। এই ঝড়ের প্রভাবে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বরিশাল বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় পানি ঢুকে ব্যাপকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।