নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে মহান জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয়ের পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি এ বিলে সম্মতি দেওয়ায় বিলটি আইনে পরিণত হয়েছে। তাই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এ আইনেই হবে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ পাস হয়।