হোম > জাতীয়

সাহস ও স্বচ্ছতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার অঙ্গীকার প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: আজকের পত্রিকা

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘প্রতিটি আদালতকে স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে হবে। বিচার বিভাগ চেষ্টা করছে তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা, নিয়মশৃঙ্খলা এবং তার উদ্দেশ্য পুনরুদ্ধার করতে। আমরা সাহস ও স্বচ্ছতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।’

আজ রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান: বিচার বিভাগ সংস্কার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সেমিনারের আয়োজন করে। এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেন। নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে বলেও মত দেন তিনি।

সাবেক স্বৈরশাসনামলের অপরাধের বিচারের প্রসঙ্গ তুলে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাকে বিভিন্ন সময় সাংবাদিকেরা শেখ হাসিনার বিচারের বিষয়ে প্রশ্ন করেছেন। আমি তাঁদের বলেছি, শেখ হাসিনা এখানে গৌণ। আমরা বিচার করছি অপরাধের। আমরা ব্যক্তির বিচারের থেকে অপরাধের বিচারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।...আমরা জুলাই বিপ্লবকে যদি হালকাভাবে দেখি, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার মুখ থুবড়ে পড়বে, আমার মানচিত্র খুবলে খাবে।’

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জুলাইয়ের এক বছর হলো, কিন্তু কী পরিবর্তন হলো? এই প্রশ্ন শুধু আমার নয়, এই প্রশ্ন সারা দেশবাসীর। কোনো পরিবর্তন নেই। আমরা হতাশ। যে যখন ক্ষমতায় আসে, তখন বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য। দল-মতনির্বিশেষে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সবাইকে মাঠে নামতে অনুরোধ করছি।’

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত