হোম > জাতীয়

সারা দেশে আবার টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবেন স্মার্টকার্ডধারীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্যামিলি কার্ডের যাচাই-বাছাই, স্মার্টকার্ডে রূপান্তর ও পণ্য সংকটে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের সারা দেশে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি। এর আগে গত ৮ জানুয়ারি স্মার্টকার্ডের মাধ্যমে পণ্য বিক্রি উদ্বোধন করা হলেও পণ্য ও কার্ড জটিলতায় কিছু কিছু জেলা বা উপজেলায় ছাড়া বাকি প্রায় সবগুলোতেই বিক্রি বন্ধ ছিল।

তবে এক কোটি ফ্যামিলি কার্ডধারী এই পণ্য পাবে না। নানা কারণে ৩০ লাখের বেশি কার্ড বাদ পড়েছে। এরই মধ্যে টিসিবির সবগুলো গুদামে ডিলারদের জন্য পণ্য পাঠানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পণ্য তুলে নিতেও ডিলারদের প্রতি নির্দেশনা দিয়েছে টিসিবি।

একই সঙ্গে দেড় বছরের বেশি সময় পর আবার টিসিবির পণ্য তালিকায় যোগ হয়েছে চিনি। এর আগে চিনির দাম সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতির কারণে ২০২৩ সালের মে মাস থেকে কার্ডধারীদের কাছে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্পটে চিনি বিক্রি করা হতো।

টিসিবির মুখপাত্র ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ূন কবির বলেন, ‘আমাদের কার্ডগুলো কাজ শেষ না হওয়ায় এবং চালের বরাদ্দ না পাওয়ায় পণ্য বিতরণ করতে পার ছিলাম না। তবে এখন যতগুলো প্রস্তুত হয়েছে সেগুলোর বিপরীতেই পণ্য বিক্রি হবে। যদিও আমরা এক কোটি কার্ড হিসাব করেই ডিলারদের পণ্য দিচ্ছি। তবে যে কার্ডগুলো স্মার্টকার্ডে রূপান্তর হয়েছে পণ্য বিক্রি হবে সেগুলোর বিপরীতে। বাকি পণ্য গুদামে সংরক্ষণ থাকবে যা আগামী মাসে সমন্বয় করে বিতরণ করা হবে।’

টিসিবি সূত্রে জানা যায়, এরই মধ্যে নির্ধারিত ডিলাররা পণ্য উত্তোলন করে বিক্রির প্রস্তুতি নিয়েছে। কোথাও কোথাও আজ থেকে পণ্য বিক্রি হবে। তবে স্মার্টকার্ডের এই পদ্ধতি নতুন হওয়ায় কোথাও কোথাও সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে টিসিবি থেকে চাল, ডাল, ভোজ্য তেল ও চিনি বিক্রি করা হচ্ছে। এর মধ্যে কার্ডধারী প্রতিজন ১০০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির দরে ৫ কেজি চাল ও ৭০ টাকা কেজির দরে ১ কেজি চিনি কিনতে পারবেন।

বর্তমানে বাজারে সবচেয়ে মোটা চালের দামও ৫৫–৫৮ টাকা কেজি, ভোজ্য তেল ১৭৫ টাকা লিটার, মসুর ডাল ১১০–১২০ টাকা কেজি ও চিনি কিনতে হচ্ছে ১৩৫–১৪০ টাকা কেজি।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক