হোম > জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে সমুদ্রসীমা সংযুক্ত মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সমুদ্রসীমা সংযুক্ত করা মানচিত্র রাখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে সব মাদ্রাসা প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মূল মানচিত্রটি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে সংগ্রহ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

গতকাল রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বাংলাদেশের সমুদ্রসীমা সংযুক্ত করে বাংলাদেশের নতুন নমুনা মানচিত্র সংযুক্ত করা হলো। মূল মানচিত্রটি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে সংগ্রহপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৩ ডিসেম্বর এ সংক্রান্ত নোটিশ দেয়। নোটিশে বলা হয়, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমার এবং ভারতের সঙ্গে অমীমাংসিত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে সমুদ্রের বিশাল অংশে বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সমুদ্রের এই বিশাল অংশকে যুক্ত করে নতুন মানচিত্র তৈরি করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করতে সুপারিশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩ তম বৈঠকে এ সুপারিশ করা হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী, সমুদ্রসীমাকে বাংলাদেশের মানচিত্রে সংযুক্ত করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে নোটিশ উল্লেখ করা হয়।

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ