করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১ জুলাই থেকে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এবারের বিধিনিষেধ কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। ৭ জুলাই মধ্যরাতে চলমান লডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও সাত দিন লকডাউনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধ শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়।