হোম > অপরাধ

শরীফের কোন অপরাধে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন, জানালেন না সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সহকর্মীরা। তবে এ মানববন্ধনের কিছুই জানেন না বলে দাবি করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। তবে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শরীফ উদ্দিনের সহকর্মীরা। পরে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের কাছে সারা দেশের ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেন তাঁরা। 

এরপর বেলা ২টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের ফটকে ব্রিফিং করতে আসেন সচিব মো. মাহবুব হোসেন। এ সময় তিনি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হন। 

দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন হলেও এ খবর জানেন না বলে দাবি করেন সচিব। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাকরি বিধি মেনেই উপসহকারী পরিচালক শরিফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে।’ 

সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। তিনি চাকরি বিধিবিধানের বাইরে গিয়ে অনেক অপকর্ম করেছেন। তাঁকে দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর ৫৪ (২) বিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান। অনেকগুলো অভিযোগ এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

তবে সাংবাদিকেরা বারবার জানতে চাইলেও সুনির্দিষ্ট করে কোনো অপরাধের কথা উল্লেখ করেননি সচিব। 

শরীফের চাকরি বহালের দাবিতে দুদক কর্মকর্তাদের মানববন্ধন সম্পর্কে সচিব বলেন, ‘আমার সামনে এ রকম ঘটনা ঘটেনি। তবে একটি স্মারকলিপি পেয়েছি। আমি তাঁদের আশ্বস্ত করেছি, বিধি মেনে কাজ করেন, কোনো সমস্যা হবে না। তবে কারও জন্য দুদকের কার্যক্রম বন্ধ হবে না। অব্যাহতভাবে চাকরি বিধিমালা লঙ্ঘন করায় দুদকের শৃঙ্খলার স্বার্থে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। অন্যদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার