হোম > জাতীয়

রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা রেলমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলের রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে।’ 

আজ বুধবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী এ কথা জানান। এর আগে সকাল থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেন রেলের রানিং স্টাফরা। এরপর রেলমন্ত্রী দুপুরে কমলাপুরে রেলের রানিং স্টাফ ও কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক করেন। 

বৈঠক শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে। আমরা রেলের  রানিং স্টাফদের আন্দোলনের পক্ষে আছি। আগামী ১৯ তারিখ প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আমি এবং রেল মন্ত্রণালয়ের সচিব সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি, আগামী ১৯ তারিখের মধ্যে মাইলেজ সুবিধাসহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে যে সুযোগ-সুবিধাগুলো শ্রমিকেরা পেতেন, সেগুলো পুনরায় তাঁরা ফেরত পাবেন।’ 

মন্ত্রী শ্রমিকদের অনুরোধ করে বলেন, ঈদের আগে যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয়, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্য রানিং স্টাফদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। পূর্বেও রেলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তখন রেলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো রেলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেসব ষড়যন্ত্রে রানিং স্টাফরা পা দেবেন না। 

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, দুপুর ১২টা ৪৫ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সকালের কোনো ট্রেন ছেড়ে যাইনি। 

বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে কর্মবিরতি করা শ্রমিকেরা নিজ নিজ কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সব কর্মচারীকে অনুরোধ করব।’ 

২৯ জানুয়ারি থেকে এক দশক পর ফের চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

পাকিস্তান সফরে বিমানবাহিনীর প্রধান, আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য