হোম > জাতীয়

১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা–চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু

বাসস, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতের শহর চেন্নাইতে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশিদের চিকিৎসা সেবার সুবিধার্থে এ নেওয়া হয়েছে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, ‘এটি বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট, আর এ কারণেই আমরা ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। ফ্লাইটটি সোম, বৃহস্পতি ও শনিবার পরিচালিত হবে।’

বিমানের প্রধান বলেন, ‘বিমান সম্প্রতি জাপানের নারিতাতেও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আগামী মাসের মধ্যে ঢাকা–গুয়াংজু–ঢাকা ফ্লাইটকে সপ্তাহে তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি ফ্লাইট করব।’

আগামীকাল রোববার থেকে বিমান ঢাকা–চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন এয়ারলাইনসের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।

বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

পাবনা–১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া