হোম > জাতীয়

টিকা নিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৮ বছরের বেশি বয়সী কেউ করোনার টিকা না নিয়ে ১১ আগস্ট থেকে চলাচল করতে পারবেন না বলে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই পর্যায়ক্রমে ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে। তবে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে বক্তব্যের সে অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।’ 

মঙ্গলবার আন্তমন্ত্রণালয় সভা শেষে ওই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেছিলেন, ‘১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া চলাচল করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।’ 

এটা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নিজস্ব অভিমত হতে পারে জানিয়ে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ১৮ বছরের বেশি বয়সী কেউ করোনার টিকা না নিয়ে ১১ আগস্ট থেকে চলাচল করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে সরকার সিদ্ধান্ত নেয়নি। 

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি।

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে

বিইআরসির গণশুনানি: ৫০.৮২ টাকায় ফার্নেস অয়েল চায় পিডিবি

আট নির্বাচনে নিহত অন্তত ৬৪৭ জন