হোম > জাতীয়

খালেদার সাজা স্থগিতের মেয়াদ ফের বাড়ছে, প্রজ্ঞাপন সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাড়ছে খালেদার সাজা স্থগিতের মেয়াদ। 

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়ার যে আবেদন, তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। তাই তাঁর মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।’ 

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর জন্য যে আবেদন করা হয়েছিল, সে বিষয়ে আমি কয়েক দিন আগে মতামত দিয়েছি। আমি বলেছি, তাঁর কারাদণ্ড স্থগিতের মেয়াদ আগের শর্তে ছয় মাসের জন্য বাড়ানো যেতে পারে। মতামতসহ সংশ্লিষ্ট নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’ 

করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। এরপর কারাগার থেকে মুক্তি পান তিনি। সে সময় শর্ত দেওয়া হয়, তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকে চিকিৎসা নেবেন। তারপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। তবে ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তাঁর আপিল খারিজ করে সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যার আপিল এখন হাইকোর্ট বিভাগে বিচারাধীন। 

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব