হোম > জাতীয়

স্বেচ্ছা পদত্যাগেও পেনশন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। 

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

২০১১ সালে অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে এককালীন পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। সেই আবেদন ফেরত দিয়ে ২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। 

ওই চিঠিতে বলা হয়, মাহবুব মোরশেদ ‘২৫ বছরপূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে’ আবেদন করেননি বলে তিনি পেনশন পাবেন না।

ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে করে রিট আবেদন করেন মাহবুব মোরশেদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করা হয়। পরে রুল নিষ্পত্তি করে গত বছর রায় দেন হাইকোর্ট। রায়ে ২০১৫ সালের ২৫ মার্চের চিঠি বাতিল ঘোষণা করে আদালত। তার সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য সুবিধা মঞ্জুর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। সে অনুযায়ী সোমবার বিষয়টি শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর আবেদনের পক্ষে আইনজীবী  মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন।

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র