হোম > জাতীয়

শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপকের নানান দুর্নীতি

সৈয়দ ঋয়াদ, ঢাকা 

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল/চলতি দায়িত্ব) জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে বহুমাত্রিক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিএসসির এই মহাব্যবস্থাপক ও তাঁর স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০১৯ সালে কেনা নতুন পাঁচটি জাহাজসহ ‘বাংলার অগ্রগতি’ ও ‘বাংলার অগ্রযাত্রা’ জাহাজের ড্রাই ডকিং কার্যক্রমে টেন্ডার (দরপত্র) প্রক্রিয়া থেকে শুরু করে বিল পরিশোধ পর্যন্ত বিভিন্ন ধাপে অনিয়ম সংঘটিত হয়েছে। নির্ধারিত বিলের বাইরে অতিরিক্ত ক্রয় ও ব্যয়ের তথ্য গোপন রাখা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলেও জানায় সূত্রটি।

দুদক বলছে, জাহাজ বহরের স্যাটেলাইট কমিউনিকেশন, জেনারেটর ক্রয় ও রক্ষণাবেক্ষণ, ক্লাস সার্টিফিকেট নবায়ন, বিস্ফোরণ-সংক্রান্ত পিঅ্যান্ডআই ক্লাবের সার্ভে রিপোর্টসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ রয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও দুর্নীতির সুস্পষ্ট আলামত রয়েছে বলেও মনে করে দুদক।

দুদকের অভিযোগে আরও বলা হয়, জিয়াউর রহমান চৌধুরী দাপ্তরিক দায়িত্ব পালনের নামে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। এর বিপরীতে সরকারি কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। এসব বিদেশ সফরের ক্ষেত্রে সরকারি আদেশ (জিও), ভ্রমণ ব্যয় ও আনুষঙ্গিক খরচে স্বচ্ছতা নেই এবং প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন থেকে অভিযোগ-সংশ্লিষ্ট সব নথি ও তথ্য চেয়েছে দুদক। এর মধ্যে রয়েছে জাহাজ ‘বাংলার জ্যোতি’তে তেল চুরিসংক্রান্ত তদন্ত প্রতিবেদন, অভিযুক্ত মো. জিয়াউর রহমান চৌধুরীর দাপ্তরিক বিদেশ ভ্রমণের সংখ্যা, সংশ্লিষ্ট সরকারি আদেশ (জিও), ভ্রমণকালীন বিমানভাড়া, ভাতা ও অন্যান্য খরচ বাবদ সরকারি কোষাগার থেকে ব্যয় করা অর্থের খাতভিত্তিক হিসাব।

পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে বাংলার জ্যোতি জাহাজের আয়-ব্যয়সংক্রান্ত খাতভিত্তিক হিসাব, ব্যয়ের ভাউচার, বিল ও আর্থিক নথি তলব করা হয়েছে। ২০১৮-১৯ সালে পাঁচটি নতুন জাহাজসহ বাংলার অগ্রগতি ও বাংলার অগ্রযাত্রা জাহাজের ড্রাই ডকিং কার্যক্রমে প্রাক্কলন, অর্থ বরাদ্দ, দরপত্র বিজ্ঞপ্তি, প্রাপ্ত দরপ্রস্তাব, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, কার্যাদেশ, চুক্তি, পরিমাপ বহি, পরিশোধিত বিল-ভাউচারসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

একই সঙ্গে, জাহাজের ড্রাই ডকিং-সংক্রান্ত বিএসসির নীতিমালা, বিদেশে জাহাজ অবস্থানকালে বিএসসির প্রতিনিধি ও কর্মকর্তাদের তালিকা, তাদের ভ্রমণ ও অন্যান্য ব্যয়ের খাতভিত্তিক বিবরণ, জাহাজ বহরের স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত টেন্ডার নথি, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজে জেনারেটর ক্রয়, সংযোজন ও মেরামতসংক্রান্ত ব্যয়ের তথ্য, ওই দুই জাহাজের ক্লাস সার্টিফিকেটের মেয়াদ, বাতিল ও নবায়নের বিবরণ, বিস্ফোরণ-সংক্রান্ত পিঅ্যান্ডআই ক্লাবের সার্ভেয়ার প্রতিবেদনের ছায়ালিপি এবং অভিযুক্ত কর্মকর্তার ব্যক্তিগত নথির কপি অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করেও জিয়াউর রহমানের চৌধুরীর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

অভিযোগ অনুসন্ধানের বিষয়ে দুদকের বিশেষ অনুসন্ধান শাখার একটি টিম কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের উপপরিচালক আকতারুল ইসালম। তিনি আজকের পত্রিকাকে বলেন, জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

ইতিমধ্যে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এসব অনিয়মের বিষয় খতিয়ে দেখতে কাজ করছেন। এই টিমের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক ইমরান আকন ও আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে

বিইআরসির গণশুনানি: ৫০.৮২ টাকায় ফার্নেস অয়েল চায় পিডিবি