হোম > জাতীয়

ভাসানচরে শিগগিরই কাজ শুরু করবে জাতিসংঘ: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা: ভাসানচরে জাতিসংঘ শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ  রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য জানিয়েছেন।

মোমেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদেরকে তিনি বলেন, আশা করছি খুব শিগগিরই কাজ শুরু করবে। আজকে ১০ জন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছিলেন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা ইতিবাচক। একটি কমিটি করে দেওয়া হয়েছে।

মিয়ানমার নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সম্প্রতি মিয়ানমারকে ৭টি বিদেশী ব্যাংক ২৪ বিলিয়ন ডলারের গ্যারান্টি দিয়েছে। মিয়ানমারে যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তখন এ ব্যাংকগুলো গ্যারান্টি দিচ্ছে। আর এ ব্যাংকগুলো সে দেশগুলোর, যারা মানবাধিকার নিয়ে বড় বড় কথা বলে। এটি গ্রহণযোগ্য নয়।

সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১০ হাজার একর আয়তনের ভাসানচর দ্বীপে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে পাঁচ দফায় মোট ১২ হাজার ২৮৪ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরও করেছে সরকার।

এই স্থানান্তরের বিরোধিতা করে আসছে জাতিসংঘসহ রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। প্রথম দফা রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তরফ থেকে পাল্টাপাল্টি বিবৃতিও এসেছিল।

ভাসানচরে এ পর্যন্ত স্থানান্তরিত রোহিঙ্গারা এখনও সরকারি ব্যবস্থাপনায় রয়েছে।

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে