ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মোট ৯৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬ জন। এদের মধ্যে রাজধানীতে ৮২ জন এবং বাইরে ২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৭ জন। ডেঙ্গুতে চলতি মাসে মৃত্যু হয়েছে পাঁচজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ৬২৬ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৫১৩ জন এবং অন্যান্য বিভাগে ১১৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ২৪ হাজার ৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২৪ হাজার ১৮০ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, রাজধানীসহ দেশে এখন কিউলেক্স মশার উপদ্রব বাড়বে। তবে জলবায়ুর প্রভাবের কারণে এডিস মশাও থাকবে। তবে তা পরিমাণে কম।