হোম > জাতীয়

শর্তে খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদন এসেছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না এখনো সেই সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। 

ইউরোপীয় ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেওয়া হয়েছিল। এবারও সেটার ব্যত্যয় হবে না। তাঁকে বিদেশে ওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সেটা সঠিক না।’ 

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর ব্রিফিং আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। 

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে।’ 

‘সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবে না সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।’ 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন