হোম > জাতীয়

শর্তে খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদন এসেছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না এখনো সেই সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। 

ইউরোপীয় ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেওয়া হয়েছিল। এবারও সেটার ব্যত্যয় হবে না। তাঁকে বিদেশে ওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সেটা সঠিক না।’ 

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর ব্রিফিং আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। 

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে।’ 

‘সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবে না সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।’ 

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে

বিইআরসির গণশুনানি: ৫০.৮২ টাকায় ফার্নেস অয়েল চায় পিডিবি

আট নির্বাচনে নিহত অন্তত ৬৪৭ জন