হোম > জাতীয়

চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চাল মজুতকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারা দেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়টি মনিটর করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে।

অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা এই কাজ করছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। আওয়ামী লীগের হলেও তারা ছাড় পাবে না।’

চাল সরবরাহের কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বাড়তে থাকায় সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সারা দেশেই অভিযান পরিচালনা শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ছয়টি বড় গ্রুপ কোম্পানি অবৈধভাবে চালের মজুত করছে বলে প্রমাণ পাওয়া গেছে।

চাল মজুতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেসব ব্যবসায়ী অভিযানের ভয়ে পালিয়ে যাচ্ছে দোকান রেখে, তারা পালিয়েও পার পাবে না। এই অভিযানের পর চালের দাম কমে আসবে।

এদিকে, অতিবৃষ্টি ও বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে জানানোর জন্য প্রত্যেক জেলা প্রশাসককে সাত দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব