হোম > জাতীয়

উড়োজাহাজ দুর্ঘটনায় নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের শোকবার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তায় ড. ইউনূস বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা হতাহতদের ও তাঁদের পরিবার-পরিজনের পাশে রয়েছি। ভারত সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি জানাচ্ছি এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা প্রদানে আমরা প্রস্তুত।’

বার্তার শেষাংশে ড. ইউনূস প্রধানমন্ত্রী মোদির প্রতি তাঁর সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, আজ সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিট পরই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। বিমানটি সোজা বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। দুর্ঘটনায় বহু এমবিবিএস ছাত্রের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গভীর শোক প্রকাশ করেন।

আরও খবর পড়ুন:

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক