হোম > জাতীয়

স্বাভাবিক হয়েছে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন ৮ দিনের জন্য আজ বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। ফলে বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চে যাত্রী পরিবহন শুরু হয়েছে। 

কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে যাত্রীরা প্রবেশ করছেন। সকালের দিকে ট্রেনের যাত্রী কিছুটা কম লক্ষ্য করা গেছে। সকাল থেকে ৪টা ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঢাকা থেকে সারা দিনে আজ ২৫টি আন্তনগর এবং নয়টি লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও শুরু হয়েছে। 

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, 'মাস্ক ছাড়া কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ট্রেনেই অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ট্রেনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। টিকিট অনলাইনে বিক্রি হওয়াতে কালোবাজারির কোন সুযোগ নেই।' 

তবে লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। সেখানে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। টিকিট নেওয়ার জন্য তৈরি হয়েছে দীর্ঘ লাইন। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে নেই মাস্ক। 

একই সঙ্গে দূরপাল্লার বাস ও রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন জায়গায় রাত থেকেই ছেড়ে গেছে দূর-পাল্লার বাস। সকাল থেকে চলাচল শুরু করেছে গণপরিবহন। 

যানবাহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। এসময় রাইড শেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল যাত্রী পরিবহন বন্ধ থাকবে। যাত্রী ও পরিবহনের সবাইকে মাস্ক পরতে হবে। যাত্রার শুরু এবং শেষে গণপরিবহন স্যানিটাইজার করতে হবে। বাসে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ৬০ শতাংশের বাড়তি ভাড়া নেওয়া যাবে না। 

এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চের ডেকে এবার অর্ধেক আসনে যাত্রী বহন করা হচ্ছে। ফলে ৬০ শতাংশ ভাড়া নেওয়া হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন পত্রিকাকে বলেন, 'সকাল ৯টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ১২টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে প্রতিটি লঞ্চ পরিচালনা করা হচ্ছে। মাস্ক ছাড়া কোন যাত্রীদের সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।' 

কঠোর লকডাউনের কারণে গত পহেলা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশের সঙ্গে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল সরকার। 

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা শুরু, সংসদ ভবন এলাকা লোকারণ্য

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য