দুই দিনের সরকারি সফরে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কুমার খাতরা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পররাষ্ট্রসচিবদের বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিপূর্বে শীর্ষ পর্যায়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা আছে।
পররাষ্ট্রসচিবের হিসেবে বিনয় কুমার খাতরার বাংলাদেশে এটাই প্রথম সফর।