হোম > জাতীয়

সরকারের আলোচনার প্রস্তাবে যা বলছেন কোটা আন্দোলনের সমন্বয়কারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কারের দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে সরকার। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কোটা আন্দোলনকারীদের সমন্বয়কদের অনেকেই আলোচনায় আগ্রহী নন। 

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’ অপর সমন্বয়ক আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’ 

এদিকে আরেক সমন্বয়কারী সারজিস আলম ফেসবুকে লিখেন, ‘একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’ তবে পরে তিনি গণমাধ্যমকে জানান, আগে নিজেদের মধ্যে আলোচনা করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনায় বসা হবে কি হবে না। 

অপরদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আন্দোলনকারীরা চাইলে আজই বৈঠক হতে পারে। তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্যও প্রস্তুত। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে আজই আমরা আলোচনায় বসতে পারি। সরকার আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এ আলোচনার দায়িত্ব দিয়েছে।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার