হোম > জাতীয়

সম্পর্ককে কৌশলগত থেকে আরও ওপরে নিতে চায় বেইজিং

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় চীন। বর্তমানে দুই দেশের কৌশলগত অংশীদারত্বমূলক সম্পর্ক রয়েছে। আর এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি লিখেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

চীন দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে চীনের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি লেখেন। 

রাষ্ট্রপতি আবদুল হামিদকে লেখা চিঠিতে সি বলেন, বাংলাদেশ ও চীন কাছের প্রতিবেশী, ঐতিহ্যগত বন্ধু এবং কৌশলগত অংশীদার। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় নিকট সময়ে দুই দেশের সহযোগিতা বেশ ভালো এগিয়েছে। যা দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়েছে এবং আমাদের জনগণের আরও উপকার বয়ে আনছে। যা দুই দেশের সম্পর্ককে একটি দৃষ্টান্ত হিসেবে তৈরি করেছে। 

দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদার থেকে আরও উঁচুতে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে চীনের প্রিমিয়ার লি কেকিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কে সহযোগিতা ভালো গতিতে এগোচ্ছে। সহযোগিতার সব ক্ষেত্রে এটি সুফল বয়ে আনছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আমি বেশ গুরুত্ব দিই। দুই দেশ উন্নয়ন কৌশল সমন্বয় এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে আপনার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আমার প্রতিশ্রুতির আবারও নিশ্চয়তা দিচ্ছি। 

আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কের সহযোগিতা উন্নয়নের মাধ্যমে নতুন ফল আনতে চাই। যাতে আমাদের দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছেন, তা বাস্তবায়ন করা যায়। আর এ বিষয়ে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। 

চিঠিগুলোতে চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন। বাংলাদেশের এ উন্নয়ন সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। 

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার