হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত ১৮৫, আক্রান্ত বেশি তরুণেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থামছে না ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই ভাইরাসে মৃত্যুতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নতুন করে আরও ৫ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি সন্দেহভাজন রোগীদের মধ্যে ৭৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে।

নতুন মারা যাওয়া ৫ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। দেশের ইতিহাসে এক বছরে এত মৃত্যু এই প্রথম। এখনো হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৪৪ জন। যাদের রক্তচাপ কমে যাওয়া ও বমি হওয়াসহ নানা জটিলতা রয়েছে। 

এ বছর আক্রান্ত ও মৃত্যু বেশি রাজধানীতে। এখন রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ১১৫ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, মিটফোর্ড হাসপাতালে ১৮ জন এবং বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১২ শিশু।

অতীতের ডেঙ্গু বিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণত জুলাই-আগস্টে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছায়। ২০১৯ সালেও যখন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, তখনো এই পরিস্থিতি ছিল। তবে এবার তার উল্টো ঘটেছে। এ বছর সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। এখনো সংক্রমণের যে ধারা, চলতি নভেম্বরেও সেটি অব্যাহত থাকতে পারে বলে ধারণা কীটতত্ত্ববিদদের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি তরুণেরা। যাদের বয়স ১৯ থেকে ২৯ বছর। সবচেয়ে কম আক্রান্তের তালিকায় এক থেকে চার বছরের শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন