হোম > জাতীয়

হজ চিকিৎসক দলের ৯ জনের সৌদি যাত্রা স্থগিতই থাকল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে হজযাত্রীদের জন্য সমন্বিত হজ চিকিৎসক দলের ৯ জন নার্সের যাত্রার ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালতও। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা পৃথক আবেদনে আজ বুধবার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর ফলে তাঁদের আর সমন্বিত হজ চিকিৎসক দলের সঙ্গে যাওয়ার সুযোগ নেই বলে জানান আইনজীবীরা।

পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিতে ধর্ম মন্ত্রণালয় সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে গত ৯ এপ্রিল। ১৮৯ জনের এই বহরে ৫৫ জন নার্স ছিলেন। তবে তাঁদের মধ্যে তিনজন নার্স নন। আর কয়েকজনের বয়স বেশি। এ ছাড়া বিভিন্ন অনিয়ম করে একাধিকবার চিকিৎসক দলে সৌদি আরব যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে ১২ এপ্রিল দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবরে আবেদন করেন জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ।

আবেদন নিষ্পত্তি না করায় গোলাম মোরশেদ ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ৯ জনের চিকিৎসক দলে সঙ্গে যাওয়ার বিষয়টি স্থগিত করেন।

পরে এর বিরুদ্ধে দুইজন নার্স ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সাখাওয়াত হোসাইন খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ৯ জনের বাছাই হজ নীতিমালা অনুযায়ী হয়নি। তাঁদের মধ্যে ৬ জনের বয়স ৫৫ বছরের বেশি ও একাধিকবার গেছেন। আর তিনজন নার্সই নন। হাইকোর্ট ৯ জনের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন। চেম্বার আদালতেও তা বহাল রয়েছে। এখন আর তাঁদের যাওয়ার কোনো সুযোগ নেই।

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান রোববার থেকে চলবে

হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার নিন্দা শিক্ষা উপদেষ্টার

সুদানে নিহত ছয় সেনাসদস্যের মরদেহ ঢাকায়, সেনানিবাসে জানাজা কাল