হোম > জাতীয়

মেরুদণ্ড না থাকলে কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, প্রশ্ন ইসি সচিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল রোববার বলেছে নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড নেই। বিষয়টি নজরে আনলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পাল্টা প্রশ্ন করেন, মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে?

আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল রোববার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। দিন দিন এ ইলেকশন কমিশনকে যত দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন।’

এ বিষয়টি আজ নজরে আনলে ইসি সচিব বলেন, ‘মেরুদণ্ড না থাকলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না। আমার এরিয়াটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। প্রথম উত্তরটা যদি নেন, তাহলে এখন পর্যন্ত তো দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘আমি যদি ইসির অংশ হয়ে থাকি, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটাকে কি মনে হয় না যে আমার মেরুদণ্ড আছে?’

আস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আস্থার বিষয়টি হচ্ছে আমি কতটুকুতে খুশি হব এটি নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। যতটুকু সম্ভব সব তথ্যই আপনাদেরকে আমরা দেই। আপনাদের প্রশ্ন এবং পূরক প্রশ্নেরও জবাব দেই।’

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা চলছে, সংসদ ভবন এলাকা লোকারণ্য

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য