হোম > জাতীয়

ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে আরও দুই দিন অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা। ফলে ভ্যাপসা গরম কমার এখনই কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—দেশের রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে বৃষ্টিপাতের আভাস থাকলেও তা হবে বিক্ষিপ্তভাবে। 

আজ মঙ্গলবার বিকেলে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকাসহ সব বিভাগে বৃষ্টিপাত হবে। তবে সবখানে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। কোথাও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আপাতত গরম কমে আসার সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থাকবে আরও দুইদিন।’ 

এদিকে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা রাজশাহী, রংপুর ছাড়া বাকি সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও সৈয়দপুরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙামাটিতে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান