হোম > জাতীয়

৪৩তম বিসিএসে বাদ পড়াদের থেকে ১৬২ জন নিয়োগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

অবশেষে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশন নিয়োগের জন্য সুপারিশ করলেও এই বিসিএসে ৬৫ জন এখনো নিয়োগবঞ্চিত রইলেন।

সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে তাঁদের নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১ জুন তাঁদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে কেউ চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগ দিতে ইচ্ছুক না ধরে নিয়ে তাঁর নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন ২৬৭ জন, তাঁদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়া ৪০ জনকে বিবেচনায় আনা হয়নি।

নিয়োগবঞ্চিত প্রার্থীরা আন্দোলনে নামলে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি। নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যাঁরা পুনর্বিবেচনার আবেদন করবেন, তা গ্রহণ করা হবে। পরে বাদ পড়া বেশির ভাগ প্রার্থী নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন।

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে গত জানুয়ারির মাঝামাঝি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বৈঠকে বাদ পড়া প্রার্থীদের মধ্যে ১৭১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে ফাইল অনুমোদনের জন্য গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়