হোম > জাতীয়

দেশে জাপানের আরও বিনিয়োগের আহ্বান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ আইটি বিজনেস সামিট ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

অবকাঠামো উন্নয়নে জাপানের দীর্ঘমেয়াদি প্রকল্পে অবদান এবং মেট্রোরেল, পদ্মা সেতু, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অনেক পুরোনো বন্ধু। এ দেশে অবকাঠামো খাতে জাপানের প্রচুর বিনিয়োগ রয়েছে। আমরা চাইব আইটি খাতেও বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।’ 

জাপানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকারের প্রতি সমর্থনের জন্য জাপানের কাছে আমরা কৃতজ্ঞ। স্বাধীনতার পর দুই মাসের মধ্যেই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধে জাপান ভারতের উদ্বাস্তু শিবিরে শিশুদের জন্য অনুদান পাঠায়। জাপান আমাদের অনেকগুলো মেগা প্রকল্পে বিনিয়োগ করেছে। আমাদের আইসিটি ও টেলিকমিউনিকেশন সেক্টরে বিনিয়োগ করার অনুরোধ করছি।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রযুক্তি সম্পর্কে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চাই। আমি প্রাইভেট সেক্টরকেও আমন্ত্রণ জানাই। যদি তারা প্রশিক্ষণ তথ্যকেন্দ্রে আগ্রহী থাকে, তাহলে সরকারের তরফ থেকে বিনা মূল্যে জমি প্রদান করতেও আমরা প্রস্তুত আছি। এ ছাড়া আমাদের হাইটেক পার্কের ভেতরেও প্রস্তুত জায়গা বরাদ্দ করছি। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জাপান আইটি পোর্টাল চালু করেছি।’ 

এবার সামিটে অংশ নিচ্ছে জাপানের একটি প্রতিনিধিদল। তারা জানায়, গত ১০ বছরে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানির সংখ্যা তিন গুণ বেড়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও বিভিন্ন ক্ষেত্রে জাপানি কোম্পানি কাজ করছে। তবে বাংলাদেশে জাপানি কোম্পানি বৃদ্ধির হার (গ্রোথ রেট) পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি। ভবিষ্যতে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কাজের ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে জাপানি প্রতিনিধিদল।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার