হোম > জাতীয়

জিডিএসএফের বার্ষিক সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন

কানাডার অন্টারিও প্রদেশের কিংসটন শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রিন ডেলটা সাপোর্ট ফোরামের (জিডিএসএফ) কার্যনির্বাহী পর্ষদের বার্ষিক সভা হয়েছে। বৈরী আবহাওয়ার নির্ধারিত সময়ের এক দিন পর গত ১৯ ফেব্রুয়ারি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হয়। সভায় গত বছর ফোরামের অর্থায়নে প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি উপস্থাপন করেন শাহরিয়ার জামান। এ সময় বাংলাদেশে ৮টি জেলায় দরিদ্র  পরিবারে ৮টি প্রকল্পে অর্থায়নের বিষয়ে উপস্থাপন করা হয়।

এতে আরও জানানো হয়,  প্রকল্পগুলোর মধ্যে মুদি দোকান স্থাপন, গরু–বাছুর পালন, ভ্যানগাড়ি, রিকশা প্রদান প্রভৃতি ছিল উল্লেখযোগ্য প্রকল্প। অর্থায়ন করা প্রকল্পগুলোর আয়–ব্যয় ও পরিসংখ্যান চিত্র উপস্থাপন করেন ড. কাজী ফয়েজ আহমেদ।

সভাপতির ভাষণে মাহফুজ কাদের ফোরামের কার্যক্রমে উন্নয়ন ও সম্প্রসারণের পেছনে সদস্যদের ত্যাগ ও সহায়তার কথা স্মরণ করেন।

সভায় অংশ নেন ইঞ্জিনিয়ার কাজি ইসলাম, অধ্যাপক মো. জুলকারনাইন, ড.  মো. আবু হানিফ মুরাদ, শাহরিয়ার খান, ক্যাপ্টেন মো. আলী, শামসুল কারিম, ডা. আব্দুল্লাহ আল বাকী, অধ্যাপক হাফিজ  রাহমান, কবির আহমেদ, হারুন রশিদ, ওয়াহিদা আলী, নাসীব আদনান, ড. আনোয়ার প্রমুখ।

আলোচনা শেষে ২০২৪–২৫ সালের জন্য জিডিএসএফের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন ক্যাপ্টেন আসাদুজ্জামান, সহ–সভাপতি শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান, কোষাধ্যক্ষ মোদাশ্বের হোসেন মাসুদ, লিয়াজোঁ অফিসার রোজিনা ইসলাম জিমি, মেম্বার অ্যাট লারজ ড. কাজী ফয়েজ আহমেদ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব