হোম > জাতীয়

১৫ দিনের সফরে গ্লাসগো-লন্ডন-প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৬) যোগ দিতে আগামীকাল রোববার স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি লন্ডন হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন। সফর শেষে আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, রোববার সকাল ৯টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের ভিভিআইপি চার্টার্ড বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি গ্লাসগোতে অবতরণের কথা রয়েছে। 

সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

সম্মেলন শেষে ৩ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ৯ নভেম্বর পর্যন্ত অবস্থান করবেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সম্মেলনে যোগ দেবেন তিনি। 

৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল পুরস্কার বা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিকস’ নিতে প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কথা রয়েছে। ১১ নভেম্বর এ পুরস্কার দেওয়া হবে। 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী। আসা যাওয়ার পথে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যাত্রা বিরতি করেন তিনি। সফরশেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি