ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী। এ ছাড়া ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত, পরিবেশ আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৬৬৯ আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে বৃহস্পতিবারের মধ্যে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করার কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ সন্ধ্যায় আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অধস্তন আদালতের বিচারকাজের স্থবিরতা দূরীকরণে বৃহস্পতিবারের মধ্যে নিয়োগের চেষ্টা থাকবে।
গত শনিবার ‘থেকেও নেই পিপি–জিপি’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে অধস্তন আদালতে আইন কর্মকর্তা না থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি আজকের পত্রিকার বরাত দিয়ে প্রকাশ করে বিবিসি বাংলাও। এরপরই নড়েচড়ে বসে সরকার।