হোম > জাতীয়

দেশে ফিরলেও নিজ বাসায় যাননি মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দেশে প্রবেশে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে দেশে ফিরলেও তিনি ফিরলেন না নিজের ধানমন্ডির বাসায়। 

আজ রোববার বিকেল ৫টা ৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুরাদ হাসানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটে তিনি ঢাকা ফেরেন। এরপর প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পর বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ। 

স্বাভাবিকভাবে সংসদ সদস্য হিসেবে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে বের হওয়ার কথা থাকলে গণমাধ্যম এড়াতে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ব্যবহার করে বিমানবন্দর থেকে বের হন মুরাদ। পরে ঢাকা মেট্রো-গ-৪৩-৩১০৮ নম্বরের একটি গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ। 

দেশে ফিরলেও নিজের ধানমন্ডির বাসায় যাননি এই সংসদ সদস্য। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মুরাদ বাসায় না ফিরে রাজধানীর উত্তরায় এক স্বজনের বাসায় উঠেছেন। সর্বশেষ তথ্যানুযায়ী তিনি সেখানেই অবস্থান করছেন।

প্রসঙ্গত, এর আগে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাক করে এমন ওয়েবসাইটগুলোতে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে ৫৮৬ উড়োজাহাজটির অবতরণের কথা জানানো হয়। 

করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি পাননি সমালোচনার মুখে পদত্যাগ করা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি গতকাল শনিবার পর্যন্ত কানাডায় ঢোকার চেষ্টা চালিয়েছেন। তাঁকে ঢুকতে দেওয়ার বিষয়ে একমাত্র সিদ্ধান্ত দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সির বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার। পরে বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়া ফ্লাইটে প্রথম শ্রেণির টিকিট কিনেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর জানা যায়। 

কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল নতুন দেশ ডটকম ও অন্যান্য গণমাধ্যমের খবরে শনিবার জানানো হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। 

নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক