হোম > জাতীয়

এনআইডি, জন্ম নিবন্ধন কার্ড ছাড়াও নেওয়া যাবে টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে করোনার টিকা দেওয়া শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। টিকা দেওয়ায় ৫০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশন করিয়ে করোনার টিকা দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ থেকে যারা টিকা নিতে চান, নিবন্ধনের তালিকা দেখে কিছুটা বেশি টিকা সেসব কেন্দ্রে পাঠানো হবে।

চলমান লকডাউন ও করোনা সংক্রমণ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, সেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চান, টিকা নিতে পারবেন। ৫০ বছরের বেশি বয়সীরা বেশি সংক্রমিত হচ্ছেন বলে তাদের দিকে জোর দিচ্ছি। তারা ইউনিয়ন পরিষদে এসে টিকা নিতে পারবেন। 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন