হোম > জাতীয়

এনআইডি, জন্ম নিবন্ধন কার্ড ছাড়াও নেওয়া যাবে টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে করোনার টিকা দেওয়া শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। টিকা দেওয়ায় ৫০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশন করিয়ে করোনার টিকা দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ থেকে যারা টিকা নিতে চান, নিবন্ধনের তালিকা দেখে কিছুটা বেশি টিকা সেসব কেন্দ্রে পাঠানো হবে।

চলমান লকডাউন ও করোনা সংক্রমণ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, সেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চান, টিকা নিতে পারবেন। ৫০ বছরের বেশি বয়সীরা বেশি সংক্রমিত হচ্ছেন বলে তাদের দিকে জোর দিচ্ছি। তারা ইউনিয়ন পরিষদে এসে টিকা নিতে পারবেন। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির