হোম > জাতীয়

লোডশেডিংয়ের কারণে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুতে লোডশেডিং ও স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার কারণে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘বিদ্যুতে লোডশেডিং করার কারণে আমাদের বড় একটা সাশ্রয় হয়েছে। এখন আমরা যদি স্পট মার্কেট থেকে এলএনজির একটি জাহাজ কিনি, সেই জাহাজের খরচ পড়বে ১৫শ কোটি টাকা। সেই গ্যাস যদি আমি বিক্রি করি তাহলে পাব ৫৮ কোটি টাকা। ক্রয় ১৫ শ কোটি টাকা আর বিক্রি ৫৮ কোটি টাকা। আমরা লোডশেডিং করে একটা বিরাট অর্থ সাশ্রয় করতে পারছি। স্পট মার্কেট থেকে গ্রাস ক্রয় অসম্ভব হয়ে পড়েছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি কারকানায় বিদ্যুৎ দিয়ে আবাসিক কাতে বিদ্রুতের কিছু লোডশেড করতে। লোডশেডিং কমে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ‘লোডশেডিং এখন অনেক কমে গেছে। বিশেষ করে নভেম্বর মাস থেকে আরও কমবে। আমরা লোডশেডিং থেকে বেড়িয়ে আসছি। আমরা এখন পরিকল্পনা করছি আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে কি করব। আগামী নভেম্বরে ও ডিসেম্বরে বিদ্যুৎ ও গ্রাসের কোনো অসুবিধা হবে।’

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি