হোম > জাতীয়

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। 

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে উভয় পক্ষকে বিরত থাকতে হবে। উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। 

বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের স্থায়ী সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে সরকার দুই পক্ষের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায়। এই সংঘাতের ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। 

বাংলাদেশ মনে করে সংঘাত ও সহিংসতা বাড়তে থাকলে কোনো পক্ষই লাভবান হবে না। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির ও জোর করে বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে না। 

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন ও ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে বলে মনে করে বাংলাদেশ।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল