হোম > জাতীয়

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। 

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে উভয় পক্ষকে বিরত থাকতে হবে। উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। 

বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের স্থায়ী সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে সরকার দুই পক্ষের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায়। এই সংঘাতের ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। 

বাংলাদেশ মনে করে সংঘাত ও সহিংসতা বাড়তে থাকলে কোনো পক্ষই লাভবান হবে না। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির ও জোর করে বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে না। 

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন ও ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে বলে মনে করে বাংলাদেশ।

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে

বিইআরসির গণশুনানি: ৫০.৮২ টাকায় ফার্নেস অয়েল চায় পিডিবি

আট নির্বাচনে নিহত অন্তত ৬৪৭ জন