ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
রোববার বেলা ১১টার দিকে দুই দেশের ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ শুরু হবে। বৈঠকটি মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে দুই দেশের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২১ মার্চ সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন নুল্যান্ড।