হোম > জাতীয়

মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।

আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আগামীকাল রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। 

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পাবে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হবে।

রোববার বেলা ১১টার দিকে দুই দেশের ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ শুরু হবে। বৈঠকটি মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে দুই দেশের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২১ মার্চ সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন নুল্যান্ড।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল