হোম > জাতীয়

যুব উন্নয়নে বদলি-পদোন্নতি বাণিজ্য নিয়ে অভিযোগের তদন্ত চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং বদলি বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের তদন্ত চেয়েছে সংসদীয় কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করে। কমিটির আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. মোখলেছুর রহমানের বিরুদ্ধে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অর্থের বিনিময়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে তৃতীয় শ্রেণির ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদান, বদলি বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তপূর্বক আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে। এর আগে ওই কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। 

বৈঠকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন থেকে কুস্তি ফেডারেশনকে অন্য কোথাও সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে কোন কোন ফেডারেশনকে অন্তর্ভুক্ত করা যায় এবং ফেডারেশনের কী কী চাহিদা থাকতে পারে, তা জানানোর সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী ও জাকিয়া তাবাসসুম অংশ নেন।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব