হোম > জাতীয়

পানিসম্পদসহ ৭ শিল্পে সহযোগিতার আশ্বাস চীনা পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পানিসম্পদসহ অগ্রাধিকারের অন্তত সাতটি খাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিসম্পদ ছাড়াও চিকিৎসা, বস্ত্র, জ্বালানি ও হালকা শিল্পসহ অগ্রাধিকারের বিভিন্ন খাত ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের মন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন।

ওয়াং ই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় তাঁর দেশের পূর্ণ সমর্থনের কথা জানান।

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের দশ লক্ষাধিক সদস্যকে দেশটিতে ফেরত পাঠানোর ক্ষেত্রে চীন ও কানাডার সহযোগিতার জন্য অনুরোধ জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্য বহুমুখী করার ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান। চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা এশিয়া আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের ৩২ তম বৈঠকে যোগ দিতে কুয়ালালামপুরে রয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান উভয় বৈঠকে উপস্থিত ছিলেন।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত