হোম > জাতীয়

পানিসম্পদসহ ৭ শিল্পে সহযোগিতার আশ্বাস চীনা পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পানিসম্পদসহ অগ্রাধিকারের অন্তত সাতটি খাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিসম্পদ ছাড়াও চিকিৎসা, বস্ত্র, জ্বালানি ও হালকা শিল্পসহ অগ্রাধিকারের বিভিন্ন খাত ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের মন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন।

ওয়াং ই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় তাঁর দেশের পূর্ণ সমর্থনের কথা জানান।

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের দশ লক্ষাধিক সদস্যকে দেশটিতে ফেরত পাঠানোর ক্ষেত্রে চীন ও কানাডার সহযোগিতার জন্য অনুরোধ জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্য বহুমুখী করার ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান। চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা এশিয়া আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের ৩২ তম বৈঠকে যোগ দিতে কুয়ালালামপুরে রয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান উভয় বৈঠকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন