হোম > জাতীয়

প্রতিমন্ত্রীরাও মন্ত্রিসভা কমিটিতে ক্রয় প্রস্তাব পাঠাতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীরাও এখন থেকে মন্ত্রণালয়ের কেনাকাটার ফাইল অনুমোদন দিয়ে তা পাসের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠাতে পারবেন। যেসব মন্ত্রণালয় ও বিভাগে শুধু প্রতিমন্ত্রী রয়েছেন, সরকারি ক্রয় কমিটিতে কোনো প্রস্তাব পাঠানোর আগে তাঁদের প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হতো।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বুধবার এক পরিপত্রে জানিয়েছে, যেসব মন্ত্রণালয় ও বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রীর দায়িত্বে আছেন, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে কমিটিতে উপস্থাপনের ক্ষমতা অর্পণ করা হলো। 

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন আজকের পত্রিকাকে জানান, পূর্ত ও ভৌত কাজের ক্ষেত্রে উন্নয়ন ও অনুন্নয়ন বাবদ ১০০ কোটি টাকা করে, পণ্য ও সেবাসংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন কাজে ১০০ কোটি টাকা ও অনুন্নয়ন কাজে ৫০ কোটি টাকা এবং উন্নয়নমূলক পরামর্শক সেবার জন্য ৩০ কোটি টাকা ও অনুন্নয়ন পরামর্শক সেবা কাজের জন্য ২০ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা মন্ত্রীর হাতে রয়েছে। কোনো কাজের জন্য এর বেশি অর্থের প্রয়োজন হলে তা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়।

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব