হোম > জাতীয়

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯০ লাখ মানুষ পাবে বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ মানুষ করোনা প্রতিরোধী টিকার আওতায়। এর মধ্যে তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছে ৫২ শতাংশ ৷ এমতাবস্থায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে বিজয় দিবস আসছে, ‘এ উপলক্ষে টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশেষ এই ক্যাম্পেইনে ৯০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত আমরা শুধু ৯টি ক্যাম্পেইনে ১৩ কোটি ৪৯ লক্ষ ডোজ টিকা দিয়েছি।’ 

জাহিদ মালেক বলেন, ‘এর আগে আমরা এক দিনে ১ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছি। যতগুলো ক্যাম্পেইন হয়েছে, সবগুলোই সফল হয়েছে। আশা করি এটিও সফল হবে। আমরা এ পর্যন্ত ১৩ কোটি ৯ লাখ মানুষকে প্রথম ডোজ দিয়েছি, যা লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ। এ ছাড়া ১২ কোটি ৪২ লাখ ডোজ দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ, যা লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৮৬ লাখ, যা লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের ২৭ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। আমাদের ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট জনসংখ্যা ১৩ কোটি ৩৯ লাখ। প্রথম ও দ্বিতীয় ডোজে আমরা অনেক দূর এগিয়ে গেলেও বুস্টার ডোজের জন্য অপেক্ষমাণ জনগোষ্ঠী এখনো ৪ কোটি ৫৮ লাখ। বিশেষ এই ক্যাম্পেইনে ২৮ হাজার ৫৬৯টি কেন্দ্র থাকবে বলেও জানান মন্ত্রী। 

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি