হোম > জাতীয়

বিক্ষোভের মুখে বিটিআরসির ২ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিক্ষোভের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই উপ–পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার পৃথক অফিস আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। 

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—বিটিআরসির উপ–পরিচালক ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের উপ–পরিচালক মাহদী আহমদ। 

আজ সকাল থেকে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি কর্মকর্তা–কর্মচারীদের একাংশ বর্তমান চেয়ারম্যানসহ একাধিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বৈষম্য ও দুর্নীতি করা বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ চান। 

এ ছাড়া চেয়ারম্যানের সঙ্গে অনিয়ম–দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপ–পরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ–পরিচালক মাহদী আহমদেরও বিচার চান তাঁরা। এ সময় চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও অন্য তিন কমিশনার অনুপস্থিত ছিলেন। বিক্ষোভরত কর্মকর্তা–কর্মচারীরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ–পরিচালক মাহদী আহমদকে অবরুদ্ধ করে রাখেন। 

বিক্ষোভকালে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা–কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের বিভিন্ন দাবি রয়েছে। অনেক সিদ্ধান্ত কমিশনারদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই