হোম > জাতীয়

ক্যানসারে আক্রান্ত হয়ে নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ (৭০) মারা গেছেন। আজ শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার সময় তাঁর মৃত্যু হয়। বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সেনাবাহিনীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুসরত হোসেন আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রশীদ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি তিন মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। 

এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সেনাবাহিনীতে চাকরির সময় অত্যন্ত মেধাবী অফিসার হিসেবে পরিচিত জেনারেল আব্দুর রশীদ স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে টেলিভিশনের টক শোর খুব পরিচিত মুখ। তাঁর লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। তিনি আবাসন প্রতিষ্ঠান কিংডম গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন।

রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের