হোম > জাতীয়

মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী, নিশ্চিত করল হাইকোর্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে দেহাবশেষ তুলে করা ডিএনএ টেস্টের ফল তার পরিবারের সঙ্গে মিলেছে। এতে প্রমাণিত হয়েছে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারে কবর দেওয়া ব্যক্তিই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরী।

আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। তারপর তার পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করার অনুমতি দেন আদালত।

এর আগে হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৫ সেপ্টেম্বর কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। সেই অনুযায়ী ডিএনএ টেস্ট করে প্রতিবেদন দেওয়া হয়।

রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদীন চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, পুলিশ হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ডিএনএ টেস্টের ফলাফল জমা দিয়েছিল। আমরা আজ ওই প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। আদালত বলেছেন, ওনার (হারিছ চৌধুরীর) শেষ ইচ্ছা অনুযায়ী সিলেটের কানাইঘাটে বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান দিয়ে যাতে দাফন করা হয়।

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা