হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১ জন

আজকের পত্রিকা ডেস্ক­

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১১ জন।

আজ মঙ্গলবার রাত ৮টায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশ করা ডেঙ্গু বিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা) মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ৭৪ হাজার ৮০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৩৬৭ জন। আজ ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৩০ জনই রাজধানীর বাসিন্দা। বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ৩ হাজার ৯৮০ জন।

মাসভিত্তিক হিসেবে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হন হাসপাতালে, মারা যান দুজন। মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জনের মৃত্যু হয়।

সেপ্টেম্বরে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি জন। মৃত্যু হয় ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১২ দিনে ১২ হাজার ৯৮৩ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৭০ জনের।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় ২০২৩ সালে। সেই সময়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলা: ইসি সানাউল্লাহ

রায়েরবাজারে গণকবর থেকে শহীদদের পরিচয় শনাক্ত রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন: প্রধান উপদেষ্টা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি