হোম > জাতীয়

জাতীয় তামাকমুক্ত সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতি বছরের মতো এ বছরও সারা দেশের বেসরকারি সংগঠন ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত জাতীয় প্ল্যাটফর্ম অ্যালায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) আজ শনিবার রাজধানীর পুরানা পল্টন এএফআইবি কার্যালয়ে জাতীয় তামাকমুক্ত সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করা হয়।

এ বছর জাতীয় তামাকমুক্ত সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এই মুহূর্তে প্রয়োজন, ই-সিগারেট নিয়ন্ত্রণ’। জাতীয় তামাকমুক্ত সপ্তাহ-২০২১ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও গ্রাসরুট পিপলস অ্যাওয়ারনেস ফর ডেভেলপমেন্টের (জিপিএডি) চেয়ারম্যান মো. বদরুদ্দোজা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্ব-জীব সোসাইটির নির্বাহী পরিচালক মো. আইনুল হক, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের (জার) কোষাধ্যক্ষ অসিত রঞ্জন মজুমদার প্রমুখ। 

তামাক সেবনের ফলে প্রতিবছর ১ লাখ ২৬ হাজারের বেশি লোক মারা যায় এবং ৪ লাখের বেশি লোক পঙ্গুত্ব বরণ করে। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও পঙ্গুত্ব রোধে এবং প্রধানমন্ত্রীর অভিপ্রায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আগামী ৯-১৫ অক্টোবর দেশব্যাপী ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিরুৎসাহিত করতে সাত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে এএফআইবি। 

বক্তারা বলেন, এবারের জাতীয় তামাকমুক্ত সপ্তাহের কর্মসূচির মধ্যে উল্লেখ্যযোগ্য হলো—১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও লিফলেট বিতরণ, ই-সিগারেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ,৯-১৫ অক্টোবর ধারাবাহিকভাবে বিভাগীয় শহর-জেলা-উপজেলায় র‍্যালিসহ লিফলেট বিতরণ কর্মসূচি, সারা দেশে পোস্টার প্রদর্শন ও ই-সিগারেট নিয়ন্ত্রণ বিষয়ে জেলা পর্যায়ে স্মারকলিপি প্রদান, পত্রিকায় বিভিন্ন নিবন্ধ প্রকাশ ও ইলেকট্রনিক মিডিয়ায় ই-সিগারেট নিয়ন্ত্রণ বিষয়ে টক শো, ই-সিগারেট নিয়ন্ত্রণে নানা কৌশল নির্ধারণে সিভিল সোসাইটির সমন্বয়ে গোলটেবিল বৈঠক, সভা ইত্যাদি।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ