হোম > জাতীয়

সাবেক এমপি হেনরীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

জান্নাত আরা হেনরী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।

হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।

এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।

হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।

এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু