হোম > জাতীয়

ধাপে ধাপে শিথিল হবে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউন শেষে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ধাপে ধাপে বিধিনিষেধগুলো শিথিল করবে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আজ বা আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। 

সচিবালয়ে রোববার তিনি সাংবাদিকদের বলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে। কারণ করোনা শনাক্তের হার কিছুটা কমলেও মৃত্যু এখনো ২০০ এর ওপরে আছে। সে বিষয়ে আমাদের নজর রাখতে হচ্ছে। আগামী দিনে বিধিনিষেধ কোন পর্যায়ে শিথিল করতে পারব সেটি নিয়ে হয়ত আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত পাব। আজ বা কাল সকাল নাগাদ জানাতে পারব। 

 ‘দোকানপাট আস্তে আস্তে খুলতে হবে। সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে এবং সতর্কতার সঙ্গে সবকিছু করেন সেদিকে নজর রাখতে হবে। বিবেচনায় রয়েছে ধাপে ধাপে সীমিত পরিসরে বিধিনিষেধ শিথিল করা। কতটুকু শিথিল করব সেই নির্দেশনা প্রধানমন্ত্রীর কাছ থেকে নেব। সবই খুলে দেওয়া হবে কিন্তু ধাপে ধাপে। কোনটি আগে খোলা হবে, কোনটি পরে, সে রকম একটি বিষয় থাকবে। কতটুকু পরিসরে খোলা হবে সে রকম বিষয়ও আছে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধরে রাখার জন্য ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করতে হবে। বিধিনিষেধ শিথিল হলেও শারীরিক দূরত্ব মেনে মাস্ক পরতে হবে, সাবান দিয়ে নিয়মিত হাত ধুতে হবে।’ 

গণটিকা কার্যক্রম ১২ আগস্ট পর্যন্ত চলমান থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই প্রত্যেকে যেন মাস্ক পরেন, মাস্ক পরার বিষয়টিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। দোকানদার, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, বাসের ড্রাইভার, হেলপার, সুপারভাইজর বা যাদের কাজের জন্য বাইরে যেতে হয় তাঁদের আমরা টিকায় অগ্রাধিকার দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে এসব মানুষকে যাতে করে সুরক্ষার মধ্যে আনতে পারি। 

ফরহাদ বলেন, গণটিকা কার্যক্রমের মাধ্যমে গত শনিবার প্রত্যেক ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে। সেখানে দোকানি, মাছ ও সবজি বিক্রেতা, অটোরিকশার চালকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃদ্ধ, মুক্তিযোদ্ধা, সেলুনকর্মীদেরও টিকা দেওয়া হয়েছে। যাদের মানুষের কাছে আসতে হয় তাঁদের আমরা বেছে নিয়েছি। যাদের ঝুঁকির মধ্যে থাকতে হয় তাঁরা যেন আগে টিকা নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এই কার্যক্রম রাখতে হবে। 

বিধিনিষেধ নিয়ে সরকারের সিদ্ধান্তগুলো সম্পদশালীদের পক্ষে যাচ্ছে কেন? একজন সাংবাদিকের এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস বাস্তবতার নিরিখেই খুলে দিতে হয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে তাঁরা চুক্তিবদ্ধ হয়ে কাজ করে। স্থানীয়ভাবে যেসব শ্রমিক উপস্থিত আছেন তাঁদের নিয়ে কারখানা খোলার শর্ত দিয়েই তাঁদের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সব শ্রমিক চলে এসেছে। 

যারা মাস্ক পরবে না তাঁদের জরিমানার ক্ষমতা পুলিশকে দেওয়ার অগ্রগতি নিয়ে এক প্রশ্নে ফরহাদ বলেন, এ বিষয়ে গত সভায় আলোচনা হয়েছে। অধ্যাদেশ সংশোধন কি পর্যায়ে আছে এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না। আমরা এ বিষয়ে আগামীতে নির্দেশনা পাব। মানুষকে সচেতন করতে পাড়া, মহল্লা ও ওয়ার্ডে করোনা সচেতন কমিটি করব। যত বেশি কমিটি করা হবে, তাঁরা যদি ভালোমতো মানুষকে বোঝাতে পারে, তাহলে হয়ত সকলে শুনবেন। এটিকে আমরা সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছি। 

ফরহাদ বলেন, যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করছেন বিধিনিষেধের মধ্যে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক দোকানের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। কখনো বন্ধ, কখনো বিধিনিষেধের আওতায়, কখনো বিধিনিষেধ শিথিল করা-এটার মধ্য দিয়েই আমাদের যেতে হবে। যতদিন পর্যন্ত টিকা দিয়ে আমরা সে অবস্থা সৃষ্টি করতে না পারি। 

বুধবার থেকে যত কমসংখ্যক জনবল নিয়ে অফিস-আদালত চালু করা যায় সেভাবে তা চালু করা হবে। আর পর্যটন কেন্দ্রগুলো এ মুহূর্তে খুলবে না বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 

করোনার সংক্রমণ কমাতে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করছে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছিল। এরপর করোনার সংক্রমণ আবার বেড়ে গেলে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়। এরপর কোরবানির ঈদের আগে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল ছিল। গত ২৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকলেও তার মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। 

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব